ভৈরব নদে জাহাজ-বাল্কহেড সংঘর্ষ, নৌযান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ০৩ জুন ২০২৫

যশোরের অভয়নগরে ভৈরব নদে এমভি জনি সাইফুল-২ জাহাজের সঙ্গে খোয়াজ বেপারি-৪ নামে একটি বালুবাহী বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ডুবে গেছে বাল্কহেডটি।

মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার নওয়াপাড়া নদী বন্দরের রাজঘাট এলাকায় নোয়াপাড়া গ্রুপের নিজঘাট-৪ সংলগ্ন ভৈরব নদে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এ রুটে বন্ধ রয়েছে নৌযান চলাচল।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, নৌযান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শী এমভি কিবলাতাইন-২ জাহাজের মাস্টার এমরান হোসেন বলেন, দুর্ঘটনাস্থলের পাশে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট-৪ এ আমার জাহাজ নোঙর করা ছিল। মঙ্গলবার সকাল ৬টার দিকে খুলনাগামী এমভি জনি সাইফুল-২ জাহাজের সঙ্গে খোয়াজ বেপারি-৪ বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ হয়। অল্প সময়ের মধ্যে বাল্কহেডটি নদের মাঝামাঝি ডুবে যায়। পরে জনি সাইফুল জাহাজটি খুলনার দিকে চলে যায়।

ক্ষতিগ্রস্ত বাল্কহেডের মাস্টার মনোয়ার হোসেন বলেন, মঙ্গলবার ভোররাতে নড়াইল থেকে ১৬ হাজার ৪০০ ফুট বিট বালু লোড করে অভয়নগরের উদ্দেশ্যে যাত্রা করি। সকাল ৬টার দিকে রাজঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাল্কহেডের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। মুহূর্তের মধ্যে সেটি ডুবে যায়। ডুবে যাওয়া বালুর মূল্য প্রায় ৪৫ হাজার টাকা। প্রাণ বাঁচাতে বাল্কহেডে থাকা আমরা পাঁচজন সাঁতরে নোয়াপাড়া গ্রুপের নিজঘাট-৪ এ আশ্রয় নেই। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে খুলনা বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ডুবে যাওয়া বাল্কহেড উদ্ধার করাসহ নৌপথে যান চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু হয়েছে।

মিলন রহমান/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।