বাবার সঙ্গে এসেছিল গরু বিক্রি করতে, লেকে ডুবে প্রাণ গেলো কিশোরের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:০৭ পিএম, ০৩ জুন ২০২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিএনডির লেকের পানিতে ডুবে মো. ফয়সাল (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সে তার বাবার সঙ্গে গরু বিক্রি করতে এসেছিল।

মঙ্গলবার (৩ জুন) বিকেল ৫টায় নাসিক ১ নম্বর ওয়ার্ডের সিআইখোলা গরুর হাট সংলগ্নের ডিএনডি খাল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত ফয়সাল ফরিদপুরের সদরপুর থানার ফজলুরের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ফয়সালের বাবা পেশায় একজন গরু ব্যাপারী। তার বাবা সিআইখোলার কোরবানির হাটে বিক্রির উদ্দেশ্যে গরু নিয়ে এসেছেন। কিশোর ফয়সালও তার বাবার সঙ্গে এসেছিল। আজ গোসল করতে নামার পর তার খোঁজ মিলছিল না। পরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম জাগো নিউজকে বলেন, ছেলেটি গোসল করতে নেমে পানির নিচে তলিয়ে গিয়েছিল। তার বাবাসহ অন্যরা অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও পাচ্ছিলেন না। একপর্যায়ে থানায় বিষয়টি জানানো হলে আমরা এসে মরদেহটি উদ্ধার করি।

মো. আকাশ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।