জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলো সেনাবাহিনী

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৩ জুন ২০২৫

জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালের ওপর অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে সেনাবাহিনী। এসময় আবর্জনায় ভরাট হওয়া খাল পরিষ্কার করেন তারা।

মঙ্গলবার (৩ জুন) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১ নম্বর ওয়ার্ডের কংস খালটি পরিষ্কার করা হয়।

ডিএনডি এলাকার পানি নিষ্কাশন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সেনাবাহিনীর মেজর মো. সাকিব আজওয়াদের নেতৃত্বে এ কার্যক্রম চলানো হয়।

এর আগে এ প্রকল্পের অধীনে ডিএনডি এলাকার অন্যান্য খালের পাশপাশি এটিও দখলমুক্ত ও পরিষ্কার করা হয়েছিল। তবে, স্থানীয় লোকজনের অসচেতনতা আর অর্থনৈতিক সুবিধা ভোগের কারণে খালটি আবর্জনায় ভরাট হয়ে যায়। ফলে পানি নিষ্কাশনে সমস্যা হচ্ছিল।

জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার করলো সেনাবাহিনী

সেনাবাহিনী এরইমধ্যে ডিএনডি বাঁধের ভেতরের সংস্কার কাজ সম্পন্ন করেছে জানিয়ে সেনা কর্মকর্তা সাকিব আজওয়াদ বলেন, এখনো পানি নিষ্কাশনের জন্য সেচ পাম্পগুলো সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আগামী ৩০ জুন এ প্রকল্প পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হবে।

তিনি বলেন, টানা বৃষ্টি হলে ডিএনডি বাঁধের ভেতরে সেই পানি সেচ পাম্প দিয়ে ১২ ঘণ্টার মধ্যেই নিষ্কাশন করা হচ্ছে। ফলে জলাবদ্ধতা হচ্ছে না। কিন্তু কিছু জায়গায় খালগুলো ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলে পানির প্রবাহ বাধাগ্রস্ত করা হয়েছে। এগুলো নিয়েও কাজ করছি আমরা।

মো. আকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।