গাইবান্ধায় বিএনপি প্রার্থীকে গুলি : আটক ৪


প্রকাশিত: ০৫:১১ এএম, ০৩ জুন ২০১৬

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চল এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মু্িক্তযোদ্ধা আজিজুর রহমানকে গুলি করেছে দৃর্বৃত্তরা। শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন ৪ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)`র অস্থায়ী ক্যাম্পে সোপর্দ করেছে।

স্থানীয় লোকজন  জানান, শুক্রবার রাতে নির্বাচন সংক্রান্ত  কাজকর্ম সেরে বাড়ি ফেরেন আজিজুর রহমান। রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। পরে ভোরের কোনো এক সময় একদল দুর্বৃত্ত তার ঘরে ঢুকে তার পায়ে পর পর তিনটি গুলি করে। গুলির শব্দে স্থানীয় লোকজন সংঘবদ্ধ হয়ে ৪ জনকে হাতেনাতে ধরে ফেলে।

পরে গুরুতর আহত অবস্থায় আজিজুর রহমানকে পার্শ্ববর্তী জেলা জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এরেন্ডাবাড়ি ইউনিয়নে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করছে। এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

ফুলছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ৪ জনকে বিজিবি ক্যাম্পে রাখা হয়েছে। তবে তাদের এখন পর্যন্ত থানায় হস্তান্তর করা হয়নি।

অমিত দাশ/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।