হঠাৎ করেই শৈলকুপায় ওসিকে প্রত্যাহার


প্রকাশিত: ০৫:১৭ এএম, ০৩ জুন ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের পরামর্শে তাকে প্রত্যাহার করা হয়। তবে প্রত্যাহারের আদেশে কোনো কারণ দেখানো হয়নি।

ধারণা করা হচ্ছে আগামী শনিবার অনুষ্ঠিত শৈলকুপা উপজেলায় ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও একই দলের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে অব্যাহত সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের প্রেক্ষিতে নির্বাচন কমিশন ওসি মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।

এদিকে নির্বাচন কমিশনের আদেশে ওসি মহিবুল ইসলামকে নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ায় পুলিশ প্রশাসন পড়েছে বিপাকে। কারণ নতুন ওসি যোগদান করে এলাকায় পরিচিত হতে বেশ সময় লাগবে। এরই মধ্যে শনিবার সাংঘাতপূর্ণ শৈলকুপা উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ বিষয়ে শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, তাকে নির্বাচনী দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে বলে শুনেছেন। কিন্তু বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত তিনি কোনো চিঠি হাতে পাননি।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন সত্যতা স্বীকার করে জানান, শৈলকুপার ওসি মহিবুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। তবে নির্বাচন কমিশন থেকে কোনো কারণ দেখানো হয়নি।

আহমেদ নাসিম আনসারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।