ভারতে যাওয়ার সময় বেনাপোল ইমিগ্রেশনে আটক আওয়ামী লীগ নেতা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল
প্রকাশিত: ১১:৫৪ পিএম, ০৫ জুন ২০২৫

চিকিৎসার জন্য বেনাপোল দিয়ে ভারতে যাওয়ার সময় বাগেরহাটের মোল্লারহাট উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক শেখ রেজাউল কবিরকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে ইমিগ্রেশন দিয়ে চিকিৎসা সংক্রান্ত কাজে ভারতে যাওয়ার সময় উপজেলার ৫ নম্বর গাওলা ইউনিয়ন পরিষদের সাবেক এই চেয়ারম্যান আটক করা হয়।

পুলিশ জানায়, চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত গমনের জন্য ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেন শেখ রেজাউল কবির। তার পাসপোর্টে স্টপ লিস্ট থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তার নামে মোল্লারহাট থানায় একাধিক মামলা রয়েছে। পরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক দেখিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, গত বছরের সেপ্টেম্বরে মোল্লারহাট থানায় তার নামে মামলা রয়েছে। সেহেতু তাকে মোল্লারহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা করা হবে।

জেইউডি/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।