ঠাকুরগাঁওয়ে সতর্ক অবস্থানে সেনাবাহিনী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ১২:৫২ পিএম, ০৬ জুন ২০২৫

ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহাকে সামনে রেখে সতর্ক অবস্থান নিয়েছে সেনাবাহিনী। শহরের প্রধান প্রধান পয়েন্টে চেকপোস্ট বসানো হয়েছে।

ঈদের আগের দিন শুক্রবার (৬ জুন) সকালে শহরের বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি ও কাগজপত্র দেখেন সেনা সদস্যরা।

এরই অংশ হিসেবে জেলার অস্থায়ী আর্মি ক্যাম্প থেকে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে একটি সতর্কবার্তা দিয়েছে সেনাবাহিনী।

এতে বলা হয়েছে, যে কোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলামূলক কার্যক্রম আইন অনুযায়ী কঠোরভাবে দমন করা হবে। এরই মধ্যে জনসাধারণের নিরাপত্তায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে।

এ চেকপোস্টগুলোতে দেখা গেছে প্রাইভেটকার, বাস ও মোটরসাইকেলের কাগজপত্র যাচাই এবং তল্লাশি চালাচ্ছেন সেনা সদস্যরা। এছাড়া বাস কাউন্টারগুলোতে যাত্রী ভোগান্তি ও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে কি না তাও খতিয়ে দেখছেন তারা।

তানভীর হাসান তানু/জেডএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।