সিরাজগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৩৭ এএম, ০৭ জুন ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশে বাড়ি ফেরার সময় গাছের ডাল ভেঙে চাপা পড়ে আরশেদুল ইসলাম রিন্টু (৫৪) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনা পাতিল ব্রিজের পাশে এ ঘটনা ঘটে।

আরশেদুল ইসলাম রিন্টু একই গ্রামের মৃত আজগর আলী আকন্দের ছেলে। তিনি সোনাপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, তাড়াশ সদর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বৃষ্টির সঙ্গে বাতাস হচ্ছিল। এসময় সোনাপাতিল ব্রিজের কাছে পৌঁছালে ঝড়ে একটি ইউক্যালিপটাস গাছের ডাল মাথার ওপর ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আপেল মাহমুদ জাগো নিউজকে জানান, ঈদ উৎসবের একদিন আগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের হতবাক করেছে। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।

এমএ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।