অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ জেলে আটক


প্রকাশিত: ১০:২১ এএম, ০৩ জুন ২০১৬

সুন্দরবনের পশুর নদীতে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ জেলেকে আটক করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে বাগেরহাট আদালতের মাধ্যমে তাদের জেলে পাঠানো হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে আহরণ নিষিদ্ধ চিংড়িসহ বিভিন্ন প্রজাতির সাড়ে ৪ মণ মাছ জব্দ করা হয়।

আটক জেলেদের মধ্যে রয়েছেন বরগুনা জেলার তালতলি এলাকার আব্দুল আজিজের ছেলে জাফর পেয়াদা, উত্তর রাজাখালী এলাকার হযরত আলীর ছেলে নাসির আলী, নিন্দ্ররচর এলাকার মিনহাজের ছেলে দুলাল, ছোট আমখোলা এলাকার মোস্তাফার ছেলে আবুল ফজলু।

এছাড়া, খুলনা শহরের নতুন বাজার এলাকার আব্দুর রশিদের ছেলে মোস্তাফা শেখ ও বাগেরহাটের মংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকার সেকেন্দর গাজীর ছেলে নজরুল গাজী।

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, গত ২৭ মার্চ থেকে ২৮ এপ্রিল সুন্দরবনে ৪ বার পরিকল্পিতভাবে আগুন দেয়ার ঘটনার পর সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ এলাকায় সকল পাশ পারমিট বন্ধ করে দেয়া হয়।

এ অবস্থার মধ্যে সরকারি সিদ্ধান্ত অমান্য করে নৌকা নিয়ে  সুন্দবনের পশুর নদীতে মাছ শিকারের অভিযোগে বৃহস্পতিবার রাতে ৬ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চিংড়িসহ সাড়ে ৪ মণ মাছ উদ্ধার করা হয়। জব্দ করা মাছ নষ্ট হয়ে যাওয়ায় পরে তা মাটি চাপা দেয়া হয়।

শওকত আলী বাবু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।