বাল্যবিয়ে রোধে কিশোর-কিশোরী সম্মেলন অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:২৫ পিএম, ০৩ জুন ২০১৬

“বাল্যবিবাহ রোধ করি, ছেলে মেয়ে সমানভাবে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখি” এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার চুয়াডাঙ্গায় কিশোর কিশোরী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমী চত্বর থেকে বেলা ১১টায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর প্রধান অতিথি গণস্বাক্ষর করেন।

অনুষ্ঠানে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেগম আনজুমান আরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রাজ্জাক, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়াল।

সালাউদ্দিন কাজল/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।