ঘরে বসেই আয় করতে পারবেন সাংবাদিকরা


প্রকাশিত: ১০:৫৫ পিএম, ০৩ জুন ২০১৬

সাংবাদিকতার পাশাপাশি আউট সোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বাড়তি আয় করতে পারবেন সাংবাদিকরা। এজন্য আন্তরিকতা প্রয়োজন। সরকার সারাদেশে আউট সোর্সিংয়ের বিষয়ে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে আগ্রহী করে তুলছে।

ডাক ও যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ বিভাগের উদ্যোগে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভলেপমেন্ট প্রকল্পের আওতায় সাংবাদিকদের ‘আউট সোর্সিং’ পদ্ধতিতে আয় বাড়ানোর লক্ষ্যে কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসনের সহযোগিতায় শুক্রবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এটিএম কাউছার হোসেন।  

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আবুল আমিনের সভাপতিত্বে কর্মশালায় দৈনিক অরণ্য বার্তা‘র সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জিতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ প্রমুখ বক্তব্য রাখেন। আইসিটি মন্ত্রণালয়ের ফ্রিল্যান্সিং ট্রেইনার মো: ইকরাম দিনব্যাপী এ কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ ‘আউট সোর্সিং’ বিষয়ক কর্মশালায় জেলা বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

মুজিবুর রহমান ভুইয়া/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।