টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:২৮ পিএম, ১২ জুন ২০২৫

টাঙ্গাইলের ঘাটাইলে বাড়ির পাশের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) দিনগত রাতে উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বগা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, ওই গ্রামের সৌদি প্রবাসী জমির উদ্দিনের ছেলে শাওন (১২) ও হাবিল উদ্দিনের ছেলে নাঈম (১০)।

পরিবার সূত্র জানায়, বুধবার বিকেলে দুই শিশু নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করে একপর্যায়ে রাতে বাড়ির পাশের পুকুর পাড়ে পায়ের জুতা ও গেঞ্জি পড়ে থাকতে দেখে। পরে রাত ১০ টার দিকে পুকুর থেকে দুই কিশোরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আব্দুল্লাহ আল নোমান/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।