মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভেসেল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৪ জুন ২০২৫

মোংলা বন্দরে এসেছে বিশ্বের বিখ্যাত হেভি লিফট ভেসেল ‘জাম্বো কাইনেটিক’। নেদারল্যান্ডসের পতাকাবাহী ‘এম ভি জাম্বো কাইনেটিক’ হেভি লিফটের এ জাহাজটি গত মঙ্গলবার মোংলা বন্দরে ভিড়েছে।

জাম্বো কাইনেটিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট অলসিস শিপিং লিমিটেডের অপারেশন ম্যানেজার শাখাওয়াত হোসেন মিলন জানান, এটি বিশ্বের বিখ্যাত হেভি লিফট সম্বলিত জাহাজ। এ জাহাজের একটি ক্রেনের ধারণক্ষমতা ১৫০০ মেট্রিক টন। জাহাজটিতে দুটি ক্রেন রয়েছে। একসঙ্গে তিন হাজার মেট্রিক টন ওজন উত্তোলনের সক্ষমতা রয়েছে। এ জাহাজটিতে চারটি অ্যাংকোরেজ বোট ও একটি ক্রেন রিএক্সপোর্ট করা হচ্ছে। এরমধ্যে একেকটি অ্যাংকোরেজ বোটের ওজন ৪৪০ মেট্রিক টন। ক্রেনের ওজন ৫০ মেট্রিক টন। জাহাজটিতে এই বোট ও ক্রেন লোড করা হচ্ছে। এসব লোড শেষে আগামী সোমবার জাহাজটি চীনের উদ্দেশ্য ছেড়ে যাবে। এই বোট ও ক্রেন মোংলা বন্দরের পশুর চ্যানেলের ড্রেজিংয়ে ব্যবহৃত হয়েছিল।

তিনি বলেন, হেভি লিফটের এ ধরনের জাহাজে এর আগে মোংলা বন্দরে আসেনি। এটাই হেভি লিফটের প্রথম জাহাজ বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এর আগে যে সব হেভি লিফটের জাহাজ এসেছিল সেগুলোর ক্রেনের ধারণক্ষমতা ছিল এক হাজার মেট্রিক টন। আর জাম্বো কাইনেটিকের ক্রেনের ধারণক্ষমতা দেড় হাজার মেট্রিক টন।

আবু হোসাইন সুমন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।