মোংলায় খালাস হচ্ছে সাড়ে ৩২ হাজার টন চাল

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ১৬ জুন ২০২৫

মোংলা বন্দরে খালাস হচ্ছে ভারত থেকে আসা চুক্তির ৩২ হাজার ৫৯৩ মেট্রিক টন চাল। সোমবার (১৬ জুন) সকাল থেকে বন্দরের হাড়বাড়িয়া-১ নম্বর এ্যাংকোরেজে দুটি জাহাজ থেকে এ চাল খালাস করা হচ্ছে।

এর আগে জাহাজ দুটি শনিবার চাল নিয়ে মোংলা বন্দরে ভিড়ে। পরে সকাল থেকে তা খালাস প্রক্রিয়া শুরু হয়। আন্তর্জাতিক খোলা দরপত্রের মাধ্যমে ভারতের সাথে বাংলাদেশের চাল আমদানির যে চুক্তি হয়েছে তারই চালান পর্যায়ক্রমে মোংলা বন্দরে আসছে। বাংলাদেশ-ভারত চুক্তির আওতায় এ পর্যন্ত এ বন্দরের মাধ্যমে ২ লাখ ৪৭৭ মেট্রিক টন চাল খালাস করা হয়েছে।

মোংলায় খালাস হচ্ছে সাড়ে ৩২ হাজার টন চাল

মোংলা কার্যালয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক মো. আবদুস সোবহান বলেন, ‘বাংলাদেশ-ভারত সরকারের চুক্তির আওতায় এ পর্যন্ত এ বন্দরের মাধ্যমে ২ লাখ ৪৭৭ মেট্রিকটন চাল খালাস করা হয়েছে। আগামী ১৮ জুন চাল নিয়ে আরও একটি বিদেশি জাহাজ বন্দরে আসবে।

আবু হোসাইন সুমন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।