লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মজনু সম্পাদক মুকুল


প্রকাশিত: ০১:০২ পিএম, ০৪ জুন ২০১৬
মোফাখারুল ইসলাম মজনু ও আহমেদুর রহমান মুকুল

লালমনিরহাট প্রেসক্লাবের দ্বি-বাষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটের মাধ্যমে মোফাখারুল ইসলাম মজনু সভাপতি ও আহমেদুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার জেলা প্রেসক্লাব কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বিকেল ৩টায় ফলাফল ঘোষণা করা হয়।
 
নির্বাচনে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সময় টিভির লালমনিরহাট জেলা প্রতিনিধি মোফাখারুল ইসলাম মজনু বিনা প্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। তবে সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে দীপ্ত বাংলা টিভির জেলা সংবাদদাতা আহমেদুর রহমান মুকুল সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭১ টিভির জেলা প্রতিনিধি উত্তম কুমার রায়।

শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সকল সাংবাদিক প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটিকে স্বাগত জানান।

রবিউল ইসলাম/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।