ট্রেনে ওঠার সময় পা পিছলে কাটা পড়ে দুজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ২০ জুন ২০২৫

দিনাজপুরের চিরিরবন্দর স্টেশনে ট্রেন কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল ৯টায় এবং বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটে। একজন দোলনচাঁপা ও আরেকজন বাংলাবান্ধা এক্সপ্রেসে কাটা পড়ে মারা যান বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- চিরিরবন্দর উপজেলার বাসুদেবপুর গ্রামের বাসিন্দা আঞ্জুয়ারা বেগম (৬৫) ও একই উপজেলার পশ্চিম সাঁইতারা গ্রামের এনতাজুল হকের ছেলে জিয়াবুর রহমান (৪৭)।

দিনাজপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, দুজনই ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনে কাটা পড়েন বলে জানা গেছে।

তিনি আরও বলেন, সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা বগুড়াগামী দোলনচাঁপা ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়েন আঞ্জুয়ারা।

পরে একই স্থানে বেলা ১২টায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন জিয়াবুর।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।