চাঁপাইনবাবগঞ্জ

করোনা উপসর্গ নিয়ে বাড়ি ফিরছেন রোগীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২১ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বন্ধ আছে করোনা পরীক্ষা। ফলে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা শুধু ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন তারা। তবে দ্রুতই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সদর উপজেলার কাটিপাড়া গ্রামের বাসিন্দা মনোয়ারা বেগম বলেন, ১০ দিন ধরে ঠান্ডা-জ্বর ও গলা ব্যথা করছে। আজকে এসেছি হাসপাতালে চিকিৎসা নিতে। সকাল থেকে লাইনে দাঁড়িয়ে দুপুরে চিকিৎসকের সঙ্গে কথা বলে ওষুধ নিয়েছি।

শিবতলা এলাকার বাসিন্দা সবিজ আলী জানান, পাঁচদিন ধরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন পরীক্ষার জন্য। কিন্তু হাসপাতালে কিট সংকটে পরীক্ষা করা সম্ভব হয়নি। তাই ঠান্ডা-জ্বরের চিকিৎসা নিয়ে বাসাই ফিরলেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন বলেন, জেলায় দীর্ঘদিন করোনা পরীক্ষার প্রয়োজন হয়নি। এজন্য মজুত সব কিটের মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। যে কারণে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিলেও পরীক্ষা করা যাচ্ছে না।

তিনি আরও বলেন, এরই মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিট সংগ্রহের জন্য চিঠি পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যেই কিট পৌঁছে যাচ্ছে জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এরপর রোববার থেকেই পুরোদমে পরীক্ষা শুরু হবে।

সোহান মাহমুদ/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।