পূবালী ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার ৩


প্রকাশিত: ০৭:০০ এএম, ০৫ জুন ২০১৬

ঝিনাইদহে পূবালী ব্যাংকের সিঁড়িতে গুলি করে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইটি মোটরসাইকেল ও নগদ পঞ্চাশ হাজার টাকাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে ঝিনাইদহ শহরের ব্যাপারীপাড়া ও টিভি সেন্টার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-যশোরের চৌগাছা উপজেলার কাদবিলা গ্রামের আব্দুল জলিল সর্দ্দারের ছেলে সুজন হোসেন (২৭), ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার দেলোয়ার হোসেনের ছেলে ইমরান হোসেন (৩২) ও তার স্ত্রী রত্না খাতুন (২৩)।

পুলিশ জানায়, গত ২৯ মে সকাল ১০টার দিকে শহরের হামদহ এলাকার রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার ফারুক হোসেন পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যায়। সে সময় সিঁড়িতে তিন/চারজন দুর্বৃত্তরা তাকে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়।

এই ঘটনায় রেজাউল ফিলিং স্টেশনের ম্যানেজার নারায়ণ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে রাতে তাদের গ্রেফতার করে।

আহমেদ নাসিম আনসারী/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।