কুড়িগ্রামে আওয়ামী লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৩ জুন ২০২৫

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৩ জুন) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় তাদের গ্রেফতার করা হয়। এর আগে রোববার গভীর রাতে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

গ্রেফতাররা হলেন- নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হক দুলু, ওই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন এবং ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের এরশাদুল আলম।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রোকনুজ্জামান মানু/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।