ঘুস নিয়ে ‘ওসি’ এখন ‘এসআই’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ২৫ জুন ২০২৫
পুলিশ কর্মকর্তা মাসুদ রানা

জয়পুরহাটের আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিভাগীয় মামলায় সাজাপ্রাপ্ত হয়ে উপপরিদর্শক (এসআই) পদে অবনমিত হয়েছেন।

বুধবার (২৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব।

তিনি জানান, ২০১৮ সালে মাসুদ রানার বিরুদ্ধে ঘুস ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় মামলা হয়। সেই মামলার দীর্ঘ প্রক্রিয়া শেষে তার শাস্তি কার্যকর করা হয়েছে। এরইমধ্যে তাকে আক্কেলপুর থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

পুলিশ জানায়, ২০১৮ সালে রংপুর জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় কর্মরত থাকাকালীন মাসুদ রানার বিরুদ্ধে ঘুস গ্রহণ ও ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগে বিভাগীয় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ওসি (ইন্সপেক্টর) থেকে আগামী তিন বছরের জন্য এসআই পদে অবনতি করা হয়েছে।

এরআগে ২০২৩ সালের ২০ জুলাই আক্কেলপুর থানায় ওসি (তদন্ত) এবং চলতি বছরের ৮ মার্চ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন মাসুদ রানা।

আল মামুন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।