দিনদুপুরে অস্ত্রের মুখে ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:৫৬ পিএম, ২৫ জুন ২০২৫

দিনাজপুর-বিরল সড়কের বানিয়াপাড়ায় অস্ত্রের মুখে এক ব্যবসায়ীর ৩৪ লাখ টাকা ছিনতাই হয়েছে।

বুধবার (২৫ জুন) দুপুরে বিরল উপজেলার একটি ব্যাংক থেকে টাকা তুলে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে যাওয়ার সময় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ব্যবসায়ীর নাম মঈনুল হোসেন। তিনি বিরল উপজেলার পাকুড়া গ্রামের বাসিন্দা।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর পৌনে ২টার সময় ধান, চাল ও ভুট্টা ব্যবসায়ী মঈনুল হোসেন উপজেলার এনআরবিসি ব্যাংক থেকে ৩৪ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে মহাজন বাড়ির অদূরে বিরল বানিয়াপাড়া এলাকায় তিনটি মোটরসাইকেলে করে এসে কয়েকজন ছিনতাইকারী তার পথ রোধ করেন। এসময় তাকে ধারারো অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে যান। এসময় চিৎকার করলে ছিনতাইকারীর পালিয়ে যান।

ব্যবসায়ী মঈনুল হোসেন বলেন, ‌‌ছিনতাইকারীরা দ্রুত পেছন দিক থেকে মোটরসাইকেল নিয়ে এসে আমার পথ রোধ করে টাকার ব্যাগটি চায়। এসময় ব্যাগ দিতে অস্বীকার করলে তারা ধারালো অস্ত্র দেখিয়ে টাকার ব্যাগটি নিছিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি আব্দুস সবুর বলেন, ব্যবসায়ী মঈনুল হোসেনের মৌখিক অভিযোগ শুনেছি। ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা রেকর্ড করা হবে।

এমদাদুল হক মিলন/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।