ঝিনাইদহে দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ জুন ২০১৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নারীসহ দুইজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শৈলকুপা উপজেলার চরলামপুর গ্রাম থেকে তুহিনের স্ত্রী দিনা খাতুন (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের চাচাতো ভাই তোজাম হোসেন অভিযোগ করে বলেন, তার বোনকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, দিনার শ্বশুর তোফাজ্জেল হোসেন শৈলকুপা থানায় পেটের পীড়া সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে মর্মে একটি জিডি করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ নির্ণয় করা যাচ্ছে না।

অন্যদিকে, হরিণাকুন্ডু উপজেলার মান্দারতলা গ্রামে জোর করে স্ত্রীকে তালাক নেয়ার কারণে মুনছুর আলীর ছেলে আব্দুল­াহ (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

পারিবরিক সূত্রে জানা যায়, বিয়ের পর শ্বশুর বাড়ির লোকজন মোটরসাইকেল চুরির অপবাদ দিয়ে তার স্ত্রীকে জোর করে তালাক নিয়ে নেয়। এতে করে মানসিকভাবে ভেঙে পড়ে তিনি আত্মহত্যা করেন।

আহমেদ নাসিম আনসারী/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।