রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে দুদকের অভিযান

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০৪:০৫ এএম, ২৭ জুন ২০২৫

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিভিন্ন আর্থিক অনিয়ম ও কর্মকর্তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় বাগেরহাট দুদকের একটি টিম তদন্ত কার্যক্রম শুরু করেছে।

প্রাথমিক অনুসন্ধানে নানান অসংগতির তথ্য মিলেছে বলে সাংবাদিকদের জানিয়েছেন দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইদুর রহমান।

বৃহস্পতিবার বেলা ১১টায় রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে অভিযান পরিচালনার পর উপ-পরিচালক সাইদুর রহমান জানান, কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত কর্মকর্তাদের বেতন ভাতা সংক্রান্ত অসংগতির বিষয়গুলো নিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। বৃহস্পতিবার দিনভর তাপবিদ্যুৎ কেন্দ্রের নথিপত্র সংগ্রহসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পূর্ণ তদন্তের পর বিস্তারিত জানানো হবে জানান তিনি।

আবু হোসাইন সুমন/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।