স্বামীর গায়ে গরম ডাল নিক্ষেপ, উসকানি দেওয়ায় বিএনপি নেত্রী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ জুন ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার মেডিকেল মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাহনাজ ভোলাহাট উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৩ জুন ভোলাহাট উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর গায়ে গরম ডাল ঢেলে দেন স্ত্রী তাজকেরা খাতুন। এতে তার স্বামীর শরীর ঝলসে গুরুতর আহত হন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করা হয়।

এ ঘটনায় থানায় মামলা করেন আহত ব্যক্তির ভাই। ওই হত্যাচেষ্টা মামলায় উসকানিদাতা হিসেবে বিএনপি নেত্রী শাহানাজ খাতুনকে আটক করা হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

সোহান মাহমুদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।