কুয়াকাটায় গিয়ে মদপান, প্রাণ গেলো তরুণের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি কলাপাড়া (পটুয়াখালী)
প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ২৯ জুন ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটায় বন্ধুকে সঙ্গে নিয়ে ঘুরতে এসে অতিরিক্ত মদপানে সাজিদুল (১৭) নামের এক তরুণের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (২৯ জুন) হোটেল থেকে হাসপাতালে নেওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানান তার সঙ্গে থাকা বন্ধু হাবিব। পরীক্ষা শেষে তার মৃত্যু নিশ্চিত করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

সাজিদুল নেত্রকোনার বাসিন্দা মো. ইব্রাহিমের ছেলে। সে ঢাকায় একটি খাবার হোটেলে কর্মচারী হিসেবে কাজ করছিল।

হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (২৮ জুন) দুপুরে ঢাকা থেকে বন্ধু হাবিবকে সঙ্গে নিয়ে কুয়াকাটায় আসে সাজিদুল। তারা একটি আবাসিক হোটেলের কক্ষ ভাড়া নেয়। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে এসে মদপান করে সাজিদুল। পরে সকালে ঘুম থেকে উঠে পেটব্যথা অনুভব হলে কাছের হাসপাতালে নেওয়া হয়।

প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করেন। তবে তারা চিকিৎসা না নিয়ে রুমে চলে যায়। দুপুরের দিকে ফের পেটব্যথা বেড়ে গেলে তার বন্ধু হাবিব তাকে নিয়ে হাসপাতালে রওয়ানা দেয়। পথে মারা যায় সাজিদুল।

বন্ধু হাবিব জানায়, তারা ঢাকার ডেমরা এলাকায় থাকে। এলাকায় তারা বন্ধু হিসেবে পরিচিত। দুজনই কুয়াকাটা ভ্রমণে এসেছিল। দিনে ঘোরাঘুরি শেষে রাতে হোটেলে অবস্থান করে তারা। রাতে মদপান
করলে সকালে অসুস্থ হয়ে এই দুর্ঘটনা ঘটে।

কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালের কমিউনিটি মেডিকেল অফিসার মো. রিয়াজ হোসেন বলেন, সকালে মদপানে গুরুতর অসুস্থ অবস্থায় সাজিদুল ইসলাম নামের এক পর্যটককে হাসপাতালে আনা হয়। আমরা চিকিৎসা দিয়ে রেফার করলেও তারা চিকিৎসা নেয়নি। পরে আবার যখন নিয়ে এসেছে তখন পরীক্ষা করে তার মৃত্যু নিশ্চিত হই।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, পর্যটকের মৃত্যুর ঘটনায় হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান মিরাজ/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।