ঈশ্বরদী

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে গুলি

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ৩০ জুন ২০২৫

পাবনার ঈশ্বরদীতে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে ঢুকে মা-মেয়েকে গুলি করেছে কারবারিরা। রোববার (২৯ জুন) দিনগত রাতে শহরের পূর্ব নূর মহল্লা বস্তিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, ওই এলাকায় আলেয়া খাতুন (৪০) ও তার মা বুলবুলি বেগম (৬৫)। তারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গুলিবিদ্ধ আলেয়া খাতুন জানান, বস্তিপাড়া এলাকায় আসাদুল ও হেলাল মাদক বিক্রি করেন। আমি তাদের একাধিকবার নিষেধ করি। এনিয়ে বিরোধ চলছিল। রোববার গভীর রাতে দুটি মোটরসাইকেলে করে আসাদুল ও হেলালসহ পাঁচজন এসে বাড়িতে হামলা চালায়। এ সময় তারা গুলিবর্ষণ করলে আমার ও আমার মায়ের গায়ে গুলি লাগে।

আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. আফজাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীরা এ ঘটনায় আসাদুল, হেলালসহ পাঁচজনকে আসামি করে ঈশ্বরদী থানায় মামলা হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসম আব্দুর নূর জানান, গুলিবিদ্ধ মা-মেয়েকে হাসপাতালে চিকিৎসাধীন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেখ মহসীন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।