বরগুনায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০১ জুলাই ২০২৫
ফাইল ছবি

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে জুনায়েদ (৫) এবং রাসেল হোসেনের ছেলে ইয়াসিন (৮)। তারা একে অপরের প্রতিবেশী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল জুনায়েদ ও ইয়াসিন। এসময় জুনায়েদ পানিতে পড়ে গেলে ইয়াসমিন তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে তলিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের না দেখে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুকুরে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তাজকিয়া সিদ্দিকাহ জাগো নিউজকে বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হলে পরীক্ষা করে দেখা যায়, তারা আগেই মৃত্যুবরণ করেছে।

নুরুল আহাদ অনিক/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।