দেশ জালিমের কবল থেকে মুক্তি পেলেও জুলুমমুক্ত হয়নি: রেজাউল করিম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪১ পিএম, ০২ জুলাই ২০২৫

ঢাকা মহানগর উত্তর জামায়াতের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, আমরা জুলাই শহীদদের স্মরণ করতে চাই বীর হিসেবে। আমরা তাদের স্মরণ করতে চাই আগামী দিনের দুর্নীতি-দুঃশাসনমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে।

তিনি আরও বলেন, বাংলাদেশ জালিমের কবল থেকে মুক্তি পেয়েছে কিন্তু জুলুম থেকে এখনো মুক্ত হয়নি। চাঁদাবাজির কবল থেকে মুক্ত হয়নি। লুণ্ঠনের কবল থেকে মুক্ত হয়নি। অপসংস্কৃতি থেকে মুক্ত হয়নি।

দেশ জালিমের কবল থেকে মুক্তি পেলেও জুলুমমুক্ত হয়নি: রেজাউল করিম

বুধবার (২ জুলাই) দুপুরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরের উত্তর তেমুহনী এলাকায় অসহায়দের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন রেজাউল করিম। জেলা জামায়াতের ব্যানারে এ আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি নাছির উদ্দিন মাহমুদ, লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশান, নায়েবে আমির জহিরুল ইসলাম ও সেক্রেটারি হারুনুর রশীদ প্রমুখ।

কাজল কায়েস/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।