পটুয়াখালী বিএনপির সভাপতি কুট্টি, সম্পাদক টোটন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৩ জুলাই ২০২৫

২৩ বছর পর বহুল প্রতীক্ষিত পটুয়াখালী জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উৎসবমুখর পরিবেশে কাউন্সিলরদের সরাসরি ভোটে নির্বাচিত হয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক।

সভাপতি পদে স্নেহাংশু সরকার কুট্টি ৭৭৫ ভোট পেয়ে নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাকসুদ আহমেদ বাইজিদ পান্না পেয়েছেন ৪০২ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সর্বোচ্চ ৪৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন। পরবর্তী অবস্থানে আছেন জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহমেদ মৃধা, যিনি পেয়েছেন ৪২০ ভোট।

বাকি প্রার্থীদের মধ্যে মো. মনিরুল ইসলাম লিটন পেয়েছেন ১৬২ ভোট, অ্যাডভোকেট তৌফিক আলী খান কবির পেয়েছেন ৮৪ ভোট, মো. দেলোয়ার হোসেন খান নান্নু পেয়েছেন ১৩ ভোট এবং সাইদুর রহমান তালুকদার পেয়েছেন ৪ ভোট।

নির্বাচনের পুরো প্রক্রিয়া উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে এই ফলাফল নির্ধারিত হয়েছে। দিনব্যাপী সম্মেলনে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল লক্ষণীয়।

মাহমুদ হাসান রায়হান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।