কুষ্টিয়ায় গুলি করার পর যুবককে কোপানো হয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:০০ পিএম, ০৩ জুলাই ২০২৫

কুষ্টিয়ার খোকসায় পূর্ব বিরোধের জের ধরে এক যুবককে গুলি করা হয়। এতেই ক্ষান্ত হননি হামলাকারীরা। গুলির পর ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার পর উপজেলা সদরের পৌর এলাকার পাতেলডাঙ্গী গ্রামের সড়কে এ ঘটনা ঘটে।

আহত যুবকের নাম হাসান (৩৮)। তিনি পৌর এলাকার ১ নম্বর ওয়ার্ডের পাতিলডাঙ্গী গ্রামের লোকমান মণ্ডলের ছেলে। পেশায় একজন ঠিকাদার।

আহত যুবক হাসানের বাবা লোকমান হোসেন জানান, রাজন ও জনি তার ছেলেকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন। তারাই হাসানকে প্রথম গুলি করে পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

তিনি আরও জানান, রাতে তার ছেলে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ছেলের মোটরসাইকেল গতিরোধ করে। এসময় তারা দুই রাউন্ড গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন হাসান। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। এসময় হাসানের চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

হাসানের বাবা লোকমান জানান, দুই সপ্তাহ আগে তার জমি থেকে এলাকার এক শীর্ষ সন্ত্রাসী জনির বাবা জাহিদকে জমি থেকে ঘাস কাটাতে বাধ দেন হাসান। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। এ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ করে। এরপর থেকে জনি ও তার মদতদাতারা হাসানকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম অভিযোগের কথা স্বীকার করে বলেন, দুই পক্ষই তাদের অভিযোগ ফেরত নিয়েছিলেন।

তিনি আরও জানান, সন্ত্রাসী বাহিনী প্রধান রাজন ও তার দেহরক্ষী জনির বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারের কাছে চাঁদা দাবি ও দোকান ঘর দখল করে নেওয়ার ঘটনায় থানায় মামলা আছে। এর আগে অন্য একটি সন্ত্রাসী ঘটনায় জনির বাবা জাহিদকে আটক করা হয়েছিল।

আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।