খাগড়াছড়িতে বজ্রপাতে স্কুলশিক্ষক নিহত


প্রকাশিত: ১২:৫৭ পিএম, ০৬ জুন ২০১৬

পার্বত্য খাগড়াছড়ির গুইমারায় বজ্রপাতে রাজীব কুমার ধামাই (৪১) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরাত জাহান এ্যাপি (৩৫) নামে একই বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা আহত হয়েছেন।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে জেলার নবসৃষ্ট গুইমারা উপজেলার দুর্গম দেওয়ানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষক রাজীব কুমার ধামাই বাইল্যছড়ি মন্দিরপাড়ার প্রয়াত অতিরাম ধামাইর ছেলে এবং দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

অন্যদিকে আহত ইসরাত জাহান এ্যাপি মাটিরাঙ্গার মুসলিমপাড়ার বাসিন্দা মনিরুজ্জামানের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিদ্যালয় ছুটি শেষে হেঁটে বাড়ি ফেরার পথে বৃষ্টি এলে তারা একটি খোলা দোকানে আশ্রয় নেন। এ সময় হঠাৎ বজ্রপাতে রাজিব কুমার ধামাই ঘটনাস্থলে নিহত ও তার সহকর্মী এ্যাপি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা এ্যাপিকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা: মো. রবিউল হাসান তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

এদিকে বজ্রপাতে স্কুলশিক্ষক নিহতের খবরে হাসপাতালে ছুটে যান মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ লাল দেবনাথসহ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

মুজিবুর রহমান ভুইয়া/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।