কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:০১ পিএম, ০৭ জুলাই ২০২৫

কুড়িগ্রামের রাজারহাটে ট্রেনে কাটা পড়ে নিবাস চন্দ্র সরকার (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে তিস্তা-রাজারহাট সড়কে সুন্দরগ্রাম পুটিকাটা মোড়ে এ ঘটনা ঘটে। নিবাস চন্দ্র সরকার ওই এলাকার বলাইচন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিবাস চন্দ্র সরকার সোমবার বিকেলে তার বাইসাইকেল নিয়ে গরুর ঘাস নিতে বের হন। এসময় রাজারহাট-তিস্তা রেল সড়কের সুন্দরগ্রাম পুটিকাটা পৌঁছালে কুড়িগ্রামগামী লোকাল ট্রেন ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি লালমনিরহাট রেল পুলিশকে জানানো হয়েছে। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রোকনুজ্জামান মানু/জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।