লক্ষ্মীপুরে যুবদলের দুই সদস্যের নতুন কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৮ জুলাই ২০২৫

লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আব্দুল আলিম হুমায়ুনকে সভাপতি ও সৈয়দ রশিদুল হাসান লিংকনকে সাধারণ সম্পাদক হয়েছে।

সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে কেন্দ্রীয় যুবদলের ফেসবুক পেজে দেওয়া দলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন লক্ষ্মীপুর জেলা যুবদলের দুই সদস্য বিশিষ্ট কমিটির (আংশিক) অনুমোদন দিয়েছেন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন বলেন, কেন্দ্র থেকে নতুন করে আমাদের দায়িত্ব দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রে জমা দেওয়া হবে।

২০২২ সালের ৯ জুন রেজাউল করিম লিটএক আহ্বায়ক, রশিদুল হাসান লিংকনকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও আব্দুল আলিম হুমায়ুএক সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট লক্ষ্মীপুর জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। গত ৩ জুন যুবদলের আহ্বায়ক পদ থেকে পদত্যাগ চেয়ে লিটন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন। ১৭ জুন কেন্দ্রীয় কমিটি তার পদত্যাগ পত্র গ্রহণ করে।

কাজল কায়েস/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।