ফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:৩৪ এএম, ১০ জুলাই ২০২৫

ফেনীর পরশুরামে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের পক্ষ থেকে বন্যা দুর্গত ২০০ জনকে খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় চিতলিয়া ইউনিয়নের মধ্যম ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মো. নজরুল ইসলাম, পরশুরাম ও গুথুমা বিওপি কমান্ডার, পরশুরাম থানার ওসি নুরুল হাকিম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ফেনীতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি

সেক্টর কমান্ডার জানান, সীমান্ত নিরাপত্তা, চোরাচালানরোধ ও প্রাকৃতিক দুর্যোগে সহায়তায় বিজিবি সক্রিয় থাকবে। গত ৬ মাসে ফেনী সীমান্তে ৩৮ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দসহ মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মঙ্গলবার রাতে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অন্তত ১৫টি স্থান ভেঙে গেছে। এতে ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ।

আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।