ফেনীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৮:০৩ এএম, ১১ জুলাই ২০২৫

ফেনীর ফুলগাজীতে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে নিজের পাতানো কারেন্ট জালে আটকে নুরুল আলম (৬২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার বন্দুয়া দৌলতপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নুরুল আলম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা সাদেক কমান্ডারের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে বাড়ির পাশে বন্যার পানিতে পাতানো কারেন্ট জাল তুলতে যান নুরুল আলম। এ সময় অসাবধানতাবশত তার পা জালে আটকে যায়। সেখানে ছটফট করে তার মৃত্যু হয়েছে।

মৃতের প্রতিবেশী ফখরুল আলম স্বপন বলেন, ‘নুরুল আলম কয়েকদিন ধরে জ্বরে আক্রান্ত। কিছুদিন আগে তিনি স্ট্রোক করেছিলেন। দিনভর নিখোঁজ থাকার পর বিকেলে স্বজনরা বাড়ির পাশ থেকে তার মরদেহ উদ্ধার করেছে। তার এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

এ ব্যাপারে ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম বলেন, ‘রাতে এ ঘটনা অবগত হয়েছি। এমন মৃত্যু কখনো কাম্য নয়।’

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।