মোংলায় বৃষ্টিতে তলিয়েছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মোংলা (বাগেরহাট)
প্রকাশিত: ০১:১৪ পিএম, ১২ জুলাই ২০২৫

মোংলায় বৃষ্টিতে তলিয়ে গেছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের। গত দেড় সপ্তাহ ধরে চলা টানা বৃষ্টিতে ঘের ডুবে মাছ বের হয়ে গেছে। এতে স্থানীয় চিংড়ি চাষিদের ক্ষতি হয়েছে অর্ধ কোটি টাকা।

তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে উপজেলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের চিংড়ি চাষিদের। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছেন সুন্দরবন, মিঠাখালী, সোনাইলতলা ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের চিংড়ি ঘের মালিকেরা। টানা বৃষ্টিতে উপজেলার সাড়ে ৩০০ হেক্টর জমির ঘের তলিয়ে মাছ বেরিয়ে গেছে। বেশির ভাগ ঘেরের বেড়ি তলিয়ে গেছে। তাই নেট জাল দিয়ে মাছ আটকে রাখার চেষ্টা করছেন চাষিরা।

চিলা এলাকার ঘের মালিক বিজন বৌদ্ধ বলেন, বৃষ্টিতে ঘেরের বেড়ি তলিয়ে গেছে। মাছও বের হয়ে গেছে। এখন নেট জাল দিয়ে ঘিরে দিয়েছি, যাতে মাছ আর বেরিয়ে না যায়।

মোংলায় বৃষ্টিতে তলিয়েছে সাড়ে ৬০০ চিংড়ি ঘের

চাঁদপাই এলাকার চিংড়ি চাষি আ. রহমান বলেন, মৌসুমের শুরুতেই ভাইরাসে মাছ মরেছে। এরপর এখন বৃষ্টিপাতে ঘের তলিয়ে গেছে। মাছ বেরিয়ে যাওয়ায় আর্থিক ক্ষতিতে পড়েছি।

সুন্দরবন ইউনিয়নের বাসিন্দা ইকরাম ইজারাদার বলেন, সারা বছর ধরেই আমরা বিপদে থাকি। ভাইরাস, বৃষ্টিপাত, ঝড়-জলোচ্ছ্বাস একের পর এক নানা দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে আসছি। কিছুই করার নেই, কারণ ঘের ছাড়াও তো আমাদের উপায় নেই।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম বলেন, বেশ কয়েক দিনের টানা বৃষ্টিপাতে এখানকার সাড়ে ৩০০ হেক্টর জমির সাড়ে ৬০০ চিংড়ি ঘের তলিয়ে গেছে। এতে চিংড়ি চাষিদের অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে। সেখান থেকে কোনো অনুদান এলে অবশ্যই তা চাষিদের মাঝে বণ্টন করা হবে।

আবু হোসাইন সুমন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।