পিরোজপুর জেলা কারাগারে পরিচ্ছন্নতা অভিযান
পিরোজপুর জেলা কারাগারে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা ও ঘন ঘাস অপসারণে পরিচালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার (১২ জুলাই) দুপুর ১২টায় জেলা কারাগার এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের অংশগ্রহণে এ পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জেল সুপার আবু সায়েম বলেন,পরিচ্ছন্ন দেশ গড়ার লক্ষ্যে সারাদেশে প্রতিটি কারাগারে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে। তারই অংশ হিসেবে পিরোজপুর জেলা কারাগারে এই অভিযান পরিচালিত হয়েছে। বিডি ক্লিনের সহযোগিতায় আমরা সফলভাবে এ কার্যক্রম সম্পন্ন করেছি।
অভিযানে অংশ নেওয়া বিডি ক্লিনের এক সদস্য জানান, ২০১৬ সালের ৩ জুন থেকে আমাদের কার্যক্রম শুরু হয়। পিরোজপুরে আমরা ২০২৪ সালের শেষ দিকে কাজ শুরু করি এবং আজকে এটি আমাদের ২০ তম ইভেন্ট।
মো. তরিকুল ইসলাম/এএইচ/এমএস