বগুড়া

স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে নববধূকে অপহরণ, স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৩ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে স্বামীর নির্যাতনে আহত বর্ষা আক্তার (১৪) নামে এক নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই নববধূর মা মাজেদা খাতুন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ঘটনার পর থেকে নববধূর স্বামী ও তার পরিবারের লোকজন পলাতক।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার নিমগাছি গ্রামের রকিবুলের ছেলে রায়হানের (২২) সঙ্গে ফেসবুকে টাঙ্গাইল সদরের বড়বেলতা গ্রামের বাবুলের মেয়ে বর্ষা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্ষা স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। স্কুলছাত্রী বর্ষা বিয়ের জন্য রায়হানকে চাপ দেয়। কিন্তু রায়হান ও তার পরিবারের লোকজন বর্ষাকে বিয়ে করতে রাজী হয়নি। এ অবস্থায় ২ জুলাই বর্ষা বিয়ের দাবিতে রায়হানের বাড়িতে অবস্থান নেয়। অবস্থা বেগতিক দেখে ৭ জুলাই বর্ষাকে বিয়ে করে রায়হান।

এদিকে বাসর রাত থেকে বর্ষার ওপর বিভিন্নভাবে নির্যাতন চালায় রায়হান ও তার পরিবারের লোকজন। তাদের নির্যাতনে আহত হয়ে ৯ জুলাই বর্ষা খাতুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরের দিন দুপুরে বর্ষা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বের হলে রায়হান ও তার লোকজন অপহরণ করে। অজ্ঞাত স্থানে বর্ষাকে আটক রাখা হয়েছে। ফলে বর্ষার কোনো সন্ধান মিলছে না। সংবাদ পেয়ে বর্ষার মা এলাকায় এসে মেয়েকে না পেয়ে ১২ জুলাই রাতে থানায় লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগে রায়হানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের ক‌মিউনি‌টি মেডিকেল কর্মকর্তা আশরাফ আলী বলেন, ‘৯ জুলাই বর্ষা খাতুন অসুস্থ অবস্থায় ভর্তি হয়েছিলেন। পরদিন দুপুরে কিছুটা সুস্থ হলে তাকে ছাড়পত্র দিয়ে বিদায় দেওয়া হয়েছে।’

ধুনট থানার এসআই অমিত হাসান মাহমুদ বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা মিলেছে। রায়হান ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছেন। ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে।’

এলবি/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।