ছাত্রীদের উত্ত্যক্ত করে টিকটক, যুবকের ৬ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১৫ জুলাই ২০২৫
আটক যুবক মাইন উদ্দিন

ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় মাইন উদ্দিন (২৮) নামের এক টিকটকারকে হাতেনাতে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বায়েক ইউনিয়নের রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ছয় মাসের কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত মাইনউদ্দিন উপজেলার বায়েক ইউনিয়নের ধোপাখোলা গ্রামের ইদন মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, মাইন উদ্দিন দীর্ঘদিন ধরে স্থানীয় রাবেয়া মান্নান বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের নিয়ে আপত্তিকর টিকটক করে উত্ত্যক্ত করছিলেন। এমন একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে প্রতিবাদ শুরু হয়। এরপর থেকে পলাতক ছিলেন মাইন উদ্দিন।

মঙ্গলবার আবারও বিদ্যালয়ের সামনে গিয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করছিলেন মাইন উদ্দিন। এসময় তাকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।