নাহিদ ইসলাম

শেখ হা‌সিনা মু‌জিববাদি আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৬:২১ পিএম, ১৫ জুলাই ২০২৫
ভোলায় পথসভায় বক্তব্য দেন এন‌সি‌পির আহ্বায়ক না‌হিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এন‌সি‌পি) আহ্বায়ক না‌হিদ ইসলাম বলেছেন, ‘মু‌ক্তিযোদ্ধা বনাম রাজাকার—এই বিভাজনের মাধ্যমে শেখ হা‌সিনা দেশ‌কে বিভাজন করেছিল। মু‌জিববাদি আদর্শে দেশকে বিভাজন করে রে‌খে‌ছিল। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা শেখ হা‌সিনার বিভাজনকে তোয়াক্কা না ক‌রে সামনের দিকে এগিয়ে গি‌য়ে‌ছিলাম।’

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে ভোলায় জুলাই পদযাত্রা শে‌ষে পথসভায় প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘আমরা নতুন বাংলা‌দেশে অন্তর্ভু‌ক্তিকমূলক বাংলা‌দেশ, সর্বজনের বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রু‌তি দিয়েছিলাম। যে বাংলাদেশ শ্রমিকের বাংলা‌দেশ, কৃষকের বাংলা‌দেশ ও আমজনতার বাংলা‌দেশ হ‌বে।’

এসময় এনসিপি আহ্বায়ক ব‌লেন, গণপ্রতিরোধের ফলে শেখ হা‌সিনা দেশ থে‌কে পা‌লিয়ে গেছেন।

শেখ হা‌সিনা মু‌জিববাদ আদর্শে দেশকে বিভাজন করে রেখেছিল

জুলাই গণঅভ্যুত্থানে ভোলার অবদান স্মরণ করে নাহিদ ইসলাম ব‌লেন, ‘দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। জুলাই-আগস্টে সবচেয়ে বে‌শি শহীদ হয়েছেন ভোলার সন্তানরা। ভোলার সন্তানরা যে সাহসী তার প্রমাণ এটি।’

এর আগে দুপুরের দিকে ব‌রিশাল থেকে ভোলায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা। প‌রে জেলা প‌রিষদের সামনে থে‌কে তারা পদযাত্রা শুরু ক‌রে শহ‌রের বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি ও নতুন বাজার হ‌য়ে ভোলা প্রেস ক্লাব চত্বরে পথসভায় যোগ দেন।

এসময় উপ‌স্থিত ছি‌লেন এন‌সি‌পির কেন্দ্রীয় ক‌মি‌টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চ‌লের মুখ্য সংগঠক সারজিস আলম, দ‌ক্ষিণাঞ্চ‌লের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা প্রমুখ।

জু‌য়েল সাহা বিকাশ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।