দিনাজপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৬ জুলাই ২০২৫

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শামছুল হক মন্ডল (৪৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৬টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, ভোরে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে কারাগার হাসপাতালে এবং পরে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শামছুল হক মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বদনা পূর্বপাড়ার মৃত মোজাম মন্ডলের ছেলে।

তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘœকারী অপরাধ ও ২০১৪ সালের একটি মামলার সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। পাশাপাশি তার নামে আরেকটি মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ১৮ জুন থেকে তিনি দিনাজপুর কারাগারে রয়েছেন।

কারা সূত্র জানায়, ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ অসুস্থ হলে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পৌনে ৬টায় দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ভোর সাড়ে ৬টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ দিনাজপুর মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান জানান, দুই মামলায় সাজাপ্রাপ্ত আসামি ছিলেন শামছুল হক মন্ডল। এক মামলায় পাঁচ ও অপর মামলায় দুই বছর সাজা হয়েছিল। তার বিরুদ্ধে আরও মামলা চলমান রয়েছে।

এমদাদুল হক মিলন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।