শরীয়তপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৮ জুন ২০১৬

শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের উপর ডিবি পুলিশের হামলার ঘটনায় জাজিরা থানার এএসআই শাহিন সরদারসহ ৪ জন কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে। সোমবার তাদের বরখাস্ত করা হয়।

চার কনস্টেবল হলেন- হেলাল উদ্দিন (কং নং ৪৪৪), সোহেল (কং নং ৭৪৫), রাসেল (কং নং ৬১৮) এবং লিটন (কং নং ৩৫৫)।

জানা যায়, গত বৃহস্পতিবার শরীয়তপুরের কয়েকজন ডিবি পুলিশ জাজিরার পশ্চিম সেনেরচর আজিজ মুন্সির কান্দি গ্রামের শাহজাহান ঢালীর ছেলে শাহেন শাহ ঢালীকে গ্রেফতার করার জন্য অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদের চেম্বারে যায়। এ সময় ডিবি পুলিশের সঙ্গে অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদের বাক-বিতণ্ডা শুরু হয়।

পরে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম এসে ডিবি পুলিশদের পরোয়ানা আছে কিনা জানতে চাইলে ডিবি পুলিশরা আপারগতা স্বীকার করেন। এ সময় ডিবি পুলিশ অ্যাডভোকেট মাসুদুর রহমান মাসুদ ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামের সঙ্গে খারাপ আচরণ করেন।

তারই ধারাবাহিকতায় পুলিশ এবং আইনজীবীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে অ্যাডভোকেট জামাল ভুইয়া, অ্যাডভোকেট আমিনুল ইসলাম পলাশ, এপিপি অ্যাডভোকেট আলমগীর হাওলাদার, দুদকের পিপি এবং জেলা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট  নজরুল ইসলাম, এপিপি অ্যাডভোকেট পারভেজ রহমান জন, সিনিয়র অ্যাডভোকেট বজলুর রহমান, সিনিয়র অ্যাডভোকেট আসাদ খান মিলন এবং জেলা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট মুরাদ হোসেন মুন্সিসহ চারজন পুলিশ আহত হয়।

গত রোববার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস রিলিজে বলা হয়, যত দিন পর্যন্ত শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সদস্যদের উপর ডিবি পুলিশের হামলা এবং মিথ্যা মামলা দায়ের করা ও তার দৃষ্টান্তমূলক বিচার না করা হবে ততদিন পর্যন্ত জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করবে।

তারই ধারাবাহিকতায় জেলা আইনজীবী সমিতির সদস্যদের উপর ডিবি পুলিশের হামলা এবং মিথ্যা মামলা দায়েরসহ দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে জেলা আইনজীবী সমিতি কর্মবিরতি পালন করে কালো ব্যাচ ধারণ করে আসছিলেন।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসক মাহামুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলামসহ সিনিয়র অ্যাডভোকেটদের নিয়ে শরীয়তপুর জেলার সিনিয়র ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমান তার অফিসিয়াল চেম্বারে এক আলোচনায় বসেন।

আলোচনার এক পর্যায়ে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন আইনজীবী সমিতির সকল দাবি মেনে নিয়ে তাদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান। তারই পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতি অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেন এবং তাদের কালো ব্যাচ সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ আতাউর রহমানের হাতে তুলে দেন।

দুপুর আড়াইটায় জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম জরুরি সভা ডেকে আইনজীবীদের অবহিত করেন এবং মঙ্গলবার থেকে আদালতের সকল কাজ যথারীতি চলবে বলে ঘোষণা দেন।

এ ব্যাপারে শরীয়তপুর জেলার পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সঠিকভাবে পেশাগত দায়িত্ব পালন না করার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়েছে।

ছগির হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।