শরীয়তপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৫০


প্রকাশিত: ০৪:১২ এএম, ০৮ জুন ২০১৬

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার ধানকাঠি, দক্ষিণ তারাবুনিয়া, শিধলকুড়া, কনেশ্বর, সিড্যা, আরশি নগর ও নারায়ণপুর ইউনিয়নে দুই পক্ষের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন।

শনিবার রাত থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ডামুড্যা উপজেলার বাহেরচর, কালুরগাঁ, পশ্চিম ছাতিয়ানী, কুতুবপুর, পূর্বকুতুবপুর, কানাইকাঠি এবং ভেদরগঞ্জ উপজেলার কিরণনগর, দর্জিকান্দি, মাঝিকান্দি, সরদার কান্দি, মালপাড়া, আমিন পাড়া, মঠেরহাট গ্রামের লোকজনদের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের শরীয়তপুর সদর হাসপাতাল, ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি ঘরবাড়ি, দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Shariatpur-Election

পুলিশ ও স্থানীয় গ্রামবাসীরা জানান, সম্প্রতি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামে গ্রামে কয়েক দফা সংঘর্ষ হয়। এরই ধারাবাহিকতায় শনিবার রাত থেকে সহিংসতায় ডামুড্যা ও ভেদরগঞ্জ উপজেলার নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর লোকজনের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি বাড়িঘর ও দোকান-পাটে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করা হয়। এ ব্যাপারে ডামুড্যা, ভেদরগঞ্জ ও সখিপুর থানায় একাধিক মামলা হয়েছে।

ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়নের বিজয়ী প্রার্থী মোতালেব মাল ও পরাজিত প্রার্থী আক্কাস আলী বেপারীর লোকজনদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এক পর্যায়ে আক্কাস আলী বেপারীর নেতৃত্বে পরাজিত প্রার্থীর (ফুটবল মার্কা) সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়ী প্রার্থী (মোড়গ মার্কা)’র সমর্থকের বাড়ি-ঘর ভাঙচুর করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা নিয়ে যায়।

অন্যদিকে, ডামুড্যা উপজেলার ধানকাঠি ইউনিয়নের বাহেরচর গ্রামে ডামুড্যা উপজেলা যুবলীগের সদস্য ও ধানকাটি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি খলিলুর রহমানসহ সায়মন প্রিন্স শান্ত, সেলিম মুন্সি, সিরাজ হাওলাদার ও মোতালেব হাওলাদারের বাড়ি-ঘর ভাঙচুর করে।

ছগির হোসেন/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।