ভৈরবে সেনাবাহিনী ও পৌরসভার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১৭ জুলাই ২০২৫

সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশন ও ভৈরব পৌরসভার যৌথ উদ্যোগে গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভৈরব শহরের পৌর মাতৃসদনে এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

জানা যায়, বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর বিশেষজ্ঞ ডাক্তারগণ চক্ষু, মেডিসিন ও গাইনি সমস্যায় আক্রান্ত রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পেইনে ৬ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এসময় আরও ৬০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়।

jagonews24

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) ও পৌর প্রশাসক শবনম শারমিন, ১৯ পদাতিক ডিভিশনের অধীন ১৯ আর্টিলারি ব্রিগেডের লে. কর্নেল সারোয়ার জাহান, নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন ও পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুক প্রমুখ মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।

সেনাবাহিনী কর্তৃক আয়োজিত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা নিতে আসা রোগীরা বলেন, সেনাবাহিনীর বড় বড় ডাক্তার আসবে শুনে তারা চিকিৎসা নিতে আসছেন। আর্মির কাছে এসে বিনা খরচে চিকিৎসার পাশাপাশি ঔষধ ও চশমা ফ্রী পাওয়ায় তারা অনেক খুশি। আগামীতেও বিনামূল্যে এ ধরনের চিকিৎসা দিয়ে এ অঞ্চলের গরিব ও দুস্থ জনসাধারণের পাশে থাকার অনুরোধ করেন তারা।

ভৈরবের ইউএনও ও পৌর প্রশাসক শবনম শারমিন জানান, সেনাবাহিনীর মাধ্যমে আজ গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসার সঙ্গে ওষুধ ও চশমা দেওয়া হয়েছে। এই প্রতিকূল আবহাওয়ায় সেনাবাহিনী ও পৌরসভাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় গরীব ও অসহায় মানুষদের জন্য এই আয়োজন করা হয়। আগামীতেও এ ধরণের ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন অব্যাহত থাকবে।

রাজীবুল হাসান/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।