গুরুদয়াল সরকারি কলেজের সব হোস্টেলে রাজনীতি নিষিদ্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১৭ জুলাই ২০২৫

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী গুরুদয়াল সরকারি কলেজের হোস্টেলগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপদ আবাসন ব্যবস্থা নিশ্চিত করতে কঠোর নিয়ম জারি করেছে কলেজ কর্তৃপক্ষ। হোস্টেলগুলোতে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম মুশতাকুর রহমান সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, হোস্টেলে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এর আওতায় যেকোনো রাজনৈতিক দলের নামে মিছিল, সভা-সমাবেশ আয়োজন, লিফলেট ও পোস্টার বিতরণ এবং দেওয়াল লিখন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থীকে তার ইচ্ছার বিরুদ্ধে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে বাধ্য করা বা নিপীড়নমূলক আচরণ করা যাবে না।

‌হোস্টেলগুলোতে শুধু কলেজের বৈধ পরিচয়পত্রধারী শিক্ষার্থীরা অবস্থান করতে পারবেন। বহিরাগত বা পরিচয়পত্রবিহীন ব্যক্তিদের অবস্থান পাওয়া গেলে সংশ্লিষ্ট আশ্রয়দানকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ ন ম মুশতাকুর রহমান বলেন, ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ এবং নিরাপদ অবস্থান বজায় রাখার স্বার্থে এই নিয়মাবলি সাময়িক সময়ের জন্য কার্যকর থাকবে। শিক্ষার্থীদের অবশ্যই তা মেনে চলতে হবে।’

এসকে রাসেল/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।