নারায়ণগঞ্জে একইদিনে বিএনপি-এনসিপিসহ ৪ দলের কর্মসূচি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৯:০৫ পিএম, ১৭ জুলাই ২০২৫

নারায়ণগঞ্জে একইদিনে দেশের অন্যতম চারটি রাজনৈতিক দলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) দুপুরের পর থেকেই এসব কর্মসূচি শুরু হবে। পূর্ব ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ অংশ হিসেবে নারায়ণগঞ্জে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

একইদিন শহরে কর্মসূচি ঘোষণা করেছে আরও তিনটি রাজনৈতিক দল—বিএনপি, গণসংহতি আন্দোলন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিএনপি ছাড়া বাকি তিনটি রাজনৈতিক দল গত বছরের জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে এসব কর্মসূচি ঘোষণা করেছে। শোকর‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি।

একইদিন চার দলের পৃথক কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জ শহরে কিছুটা উত্তেজনাও রয়েছে। কেননা চারটি কর্মসূচিই দুই কিলোমিটার এলাকার মধ্যেই। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রতিক দলগুলোর নেতাদের পাল্টাপাল্টি বক্তব্যকে ঘিরে এ উত্তেজনা দেখা দিয়েছে। তবে এ নিয়ে কোনো বিশৃঙ্খলার আশঙ্কা দেখছে না আইনশৃঙ্খলা বাহিনী।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, ‘সবগুলো কর্মসূচিতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের তৎপরতা থাকবে। চারটি দলের কর্মসূচি একইদিনে এবং কাছাকাছি স্থানে ঘোষণা করা হলেও এ নিয়ে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই। আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন থাকবে যাতে কোনো বিশৃঙ্খলার ঘটনা না ঘটে।’

গত বছরের ১৮ জুলাই নারায়ণগঞ্জ শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুর থেকে রাত পর্যন্ত চলা এ সংঘর্ষে পুলিশের গুলি, কাঁদানে গ্যাস ছোড়ার পাশাপাশি আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীও আন্দোলনকারীদের ওপর সশস্ত্র হামলা চালায়। এতে কয়েকশ শিক্ষার্থী ও সাধারণ মানুষ হতাহত হন।

এ দিনটিকে স্মরণ করতে নারায়ণগঞ্জে ‘জুলাই সমাবেশ’ কর্মসূচি ঘোষণা দিয়েছে গণসংহতি আন্দোলন। এদিন চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

একইদিন শহরের নিতাইগঞ্জ এলাকা থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।

এ পদযাত্রায় দলটির কেন্দ্রীয় আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলামসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্মুখসারির নেতা সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্থা শারমিনদের উপস্থিত থাকার কথা রয়েছে।

নিতাইগঞ্জে মধ্যাহ্নভোজের পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হবে। যা এসে থামবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে। বিজয়স্তম্ভের সামনে বিকেলে পথসমাবেশের আয়োজনও করা হয়েছে বলে জানান এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু।

ওইদিন ডিআইটিতে ‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, নির্বাচনে পিআর পদ্ধতি ও জুলাই ঘোষণাপত্রের’ দাবিতে সমাবেশের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ডিআইটিতে বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পাশের লেনে অস্থায়ী মঞ্চ করা হবে। সমাবেশে উপস্থিত থাকবেন দলটির প্রধান ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম, মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

একইদিন বিকেলে শহরে শোকর‌্যালির আয়োজন করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা বিকেলে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শোকর‌্যালির আয়োজন করা হয়। শহরের মিশনপাড়া থেকে শুরু করে নিতাইগঞ্জ পর্যন্ত এই র‌্যালি অনুষ্ঠিত হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।