শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

ফ্যাসিস্টরা সুযোগ পেলে ঢাল-অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:১৬ পিএম, ১৭ জুলাই ২০২৫

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটি দেখে বুঝতে হবে। ফ্যাসিস্টরা সুযোগ পেলে ঢাল-অস্ত্র নিয়ে সাধারণ মানুষের ওপর ঝাঁপিয়ে পড়তে পারে। গতকাল আমরা তার বীভৎস চিত্র দেখেছি। এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।’

বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে লক্ষ্মীপুর জেলা যুবদলের বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, অবশেষে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় দিতে সক্ষম হয়েছি। আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ার জন্য সব রাজনৈতিক দলসহ বিএনপি মাঠে ময়দানে ঐক্যবদ্ধ রয়েছে। তবে অত্যন্ত দুঃখের বিষয় ৫ তারিখের পর কিছু কিছু রাজনৈতিক দল ও রাজনৈতিক ব্যক্তির বক্তব্যে আমাদের কষ্ট হয়। তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান দিয়েছে। যা আমরা আশা করি না।’

জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন ও সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন সাবু, সদস্যসচিব অ্যাডভোকেট হাসিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, জেলা যুবদলের সাবেক সভাপতি রেজাউল করিম লিটন প্রমুখ।

কাজল কায়েস/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।