ভোলায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৪ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ১৮ জুলাই ২০২৫

ভোলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন- মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত বছর ৫ মার্চ পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।