জুলাই আন্দোলনে ৩১৯ গুলিবিদ্ধ মেঘ এসএসসিতে পেয়েছে জিপিএ ৪.৭৮

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৯ জুলাই ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ সারাফ সামির মেঘ সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৪.৭৮ পেয়ে উত্তীর্ণ হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে মেঘের মা ড. কামরুন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘ কুমিল্লার ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয়। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুন নাহার শিলার ছেলে।

জানা গেছে, আন্দোলন চলাকালে ১৮ জুলাই দুপুরের পর কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় শিক্ষার্থীদের ওপর ছররা গুলি ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে পুলিশ। এসময় মেঘের পিঠে ৩১৯টি ছররা গুলি লাগে। এতে মারাত্মকভাবে আহত হয়ে কোটবাড়ি বিশ্বরোড সড়কের পাশেই পড়েছিল মেঘ। শরীর থেকে রক্ত ঝরছিল তার।

স্থানীয় সাংবাদিকদের নজরে এলে সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে স্বজনরা তাকে কুমিল্লা নগরীর ট্রমা সেন্টার হাসপাতাল ভর্তি করেন। চিকিৎসকরা মেঘের শরীরে ৩১৯টি ছররা গুলির চিহ্ন পান।

মেঘের মা ড. কামরুন নাহার শিলা বলেন, আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মেঘ অনেকদিন অসুস্থ ছিল। পড়াশোনায় মারাত্মক ব্যাঘাত ঘটে তার। সে গুলিবিদ্ধ হওয়ার পর ভয়ংকর ট্রমার মধ্যে তার সময় কেটেছে। এখনও সে ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। তা না হলে মেঘের রেজাল্ট আরও ভালো হত। তারপরও আল্লাহর কাছে শুকরিয়া।

জাহিদ পাটোয়ারী/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।