কুষ্টিয়া

অল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, কয়েক হাজার মানুষের দুর্ভোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৬:১৫ পিএম, ১৯ জুলাই ২০২৫

কুষ্টিয়ার দৌলতপুরে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন একটি গ্রামের কয়েক হাজার মানুষ। পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতে এ জলাবদ্ধতার সৃষ্টি হয়।

শনিবার (১৯ জুলাই) সকালে সরেজমিনে দেখা গেছে, আশপাশের ভবন নির্মাণের সময় মাটি ভরাট করায় প্রাকৃতিকভাবে পানি বের হওয়ার পথ বন্ধ হয়ে গেছে। এতে অল্প বৃষ্টিতে সৃষ্টি হচ্ছে স্থায়ী জলাবদ্ধতা।

স্থানীয়দের অভিযোগ, জলাবদ্ধতা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে শিশু ও বৃদ্ধরা। অনেকে পানিবাহিত চর্মরোগসহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হচ্ছেন।

সবচেয়ে সংকটময় অবস্থা তৈরি হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের। জলাবদ্ধতার কারণে বন্ধ রাখতে হচ্ছে আল্লারদর্গা মাধ্যমিক বিদ্যালয় এবং ট্রেসল ইংলিশ ভার্সন স্কুল নামের দুটি শিক্ষা প্রতিষ্ঠান। এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। জলাবদ্ধতার কারণে গেল বুধবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান দুটির ক্লাস বন্ধ রয়েছে।

waterlogging

এছাড়া পানিতে তলিয়ে থাকায় হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে সেবাগ্রহণেও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে স্থানীয়দের। সেবা নিতে বাধ্য হয়ে হাঁটু পানি পেরিয়ে পরিষেবার জন্য ইউপি অফিসে যাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা সিয়াম হোসেন বলেন, আমাদের বাড়িঘর পানিতে ডুবে রয়েছে। পানিতে গ্রামবাসীরা ডায়রিয়া এমনকি চর্মরোগে আক্রান্ত হচ্ছে। সাপসহ পোকামাকড়ের উপদ্রবও বেড়েছে।

আরেকজন ভুক্তভোগী তুষার বলেন, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এ দুর্ভোগ। আমরা চাই দ্রুত এ সমস্যার সমাধান হোক।

হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান সেলিম চৌধুরী জানান, জলাবদ্ধতায় স্কুলপাড়া এলাকার প্রায় হাজার খানেক মানুষ চরম ভোগান্তিতে রয়েছে। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা এ বিষয়ে ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।